অন্যরূপে দেখা দিলেন মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।  অভিনয়ের পাশাপাশি নিজের রূপে গুনেও মুগ্ধতা ছড়ান যিনি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে অ্যাকশন-থ্রিলার সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর ট্রেলার।  এতে ‘নীরা’ চরিত্রে অভিনয় করছেন মিম।  ফলে ঈদের আগেই তাকে প্রথমবারের মতো দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই’র পর্দায়।  তবে এসবের মাঝেই সোমবার (১৯ জুন) নিজের ফেসবুকে কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন এই অভিনেত্রী।  যেখানে তাকে দেখা গেছে ভিন্ন এক অবতারে।

লাল রঙের স্যুটের সাথে কালো রঙের অন্তর্বাস, যেন নায়িকার রূপের আলো ছড়াচ্ছে চারপাশে।  ভক্তরা সেই ছবি দেখে প্রশংসা করলেন।  কেউ কেউ বিদেশি অভিনেত্রীর সঙ্গেও তুলনা টানলেন।

যদিও অনেকে নেতিবাচক মন্তব্যও করেছেন।  কিন্তু মিম সেসবের কোনো জবাবই দেননি।  বরং নিজের নতুন এই লুকে ভক্তদের যেন চমকে দিতেই চেয়েছিলেন তিনি।