অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাও ঘরে তুলল গোলাম রব্বানী ছোটনের দল। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। গোল করেছেন শাহেদা আক্তার রিপা, শামসুন্নাহার জুনিয়র ও উন্নতি খাতুন।
প্রতিশোধের নেশায় মাঠে নামা নেপালকে শুরু থেকেই চাপে রাখে স্বাগতিক মেয়েরা। সুযোগও তৈরি করে কয়েকবার কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় গোল পাচ্ছিল না শামসুন্নাহাররা। অবশেষে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪১ মিনিট ডি বক্সের বাইরে থেকে শট নিয়ে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন রিপা। এর মিনিট চারেক পর প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই নাহার জুনিয়রের গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৪৫তম মিনিটে ডি বক্সের বাইরে বল হারায় নেপালের ডিফেন্ডার। আর সেখান থেকে বল নিয়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককের পাশ দিয়ে হালকা খোঁচা দিয়ে শট করে বল জালে জড়ান নাহার। বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলের ব্যবধানে। আর ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে শাহেদা আক্তার রিপার নেওয়া দুর্দান্ত এক সেটপিস থেকে উড়ে আসা বল দূরের পোস্টে ঢুকে বল জালে জড়িয়ে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নেন উন্নতি খাতুন। আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।
চোট থাকায় ভুটানের বিপক্ষে ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন সোহাগী কিসকু ও মাহফুজা খাতুন। তিনদিনের বিশ্রাম শেষে ফাইনালের একাদশে ফেরেন দুজনেই। একাদশের বাইরে আইরিন খাতুন ও উন্নতি খাতুন। কমলাপুর স্টেডিয়ামে খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই এসেছিলো গোলের সুযোগ। নেপালি গোলরক্ষক কবিতা বি.কে বল বিপদমুক্ত করতে না পারায় উন্মুক্ত পোস্টে শট নিয়েছিলেন আকলিমা খাতুন। তবে নেপালের ভাগ্য ভালো, শট লক্ষ্যে থাকেনি। ১৮তম মিনিটে শামসুন্নাহারের বাড়ানো বলে বক্সে আড়াআড়ি পাস বাড়ান রিপা, সেখানে আকলিমার শট ঝাঁপিয়ে আটকান গোলরক্ষক কবিতা। দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে নেন তিনি।
সাফল্যের ধারা অব্যাহত রাখলো বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্টেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করল বাংলাদেশ। এর আগে যুব সাফে দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। ২০২১ সালে অনূর্ধ্ব-১৯ এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফে চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া কিশোরীদের আসর অনূর্ধ্ব-১৫ সাফেও একবার শিরোপা জিতেছে বাংলাদেশ, সেটা ২০১৭ সালে। গত বছরের সেপ্টেম্বরে নেপাল থেকে মূল সাফের শিরোপা জেতে বাংলাদেশ। সাবিনা-কৃষ্ণাদের সাফল্যে বয়সভিত্তিক দল নিয়ে প্রত্যাশা বেড়ে যায়। সেই প্রত্যাশা ভালোভাবেই পূরণ করে দেখিয়ে দিলেন শামসুন্নাহাররা।