দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল দলে স্বস্তির হওয়া। অনুশীলনে ফিরেছেন নেইমার। যার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে বেশ চনমনে দেখা গেছে পিএসজি তারকাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করেছেন নেইমার নিজেও। ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে আমি এখন এটা (অনুশীলন) করব।’
সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পান নেইমার। এরপর সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলা হয়নি তার।
সোমবার কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা তা অবশ্য দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।