বাংলাদেশের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া, ৩০ আগস্ট পাকিস্তানে শুরু হওয়া এশিয়া কাপেও খেলবেন না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৃহস্পতিবার এই তথ্য জানান তিনি।
তামিম বলেন, দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালোভাবে খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই আমি সিদ্ধান্ত নিয়েছি।
দীর্ঘদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তামিম। সম্প্রতি দেখা দিয়েছে কোমরে ব্যথা। যে কারণে লন্ডনে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে দুদিন আগে দেশে ফেরেন বাংলাদেশ দলের এই ওয়ানডে অধিনায়ক।
চিকিৎসক তাকে এক সপ্তাহ বিশ্রাম শেষে ধীরে ধীরে অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন।
৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ।
আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্টেকে সামনে রেখে মিরপুরে অনুশলন ক্যাম্প করছে বাংলাদেশ। ক্যাম্পে তারকা ক্রিকেটাররা অংশ নিলেও বিশ্রামে রয়েছেন তামিম।