অঘটনের দিনে হার আবাহনীরও

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শুক্রবার (১২ মে) তিনটি ম্যাচ ছিল।  তিনটি ম্যাচের মধ্যে দুটিতেই অঘটন ঘটেছে।

ময়মনসিংহে বসুন্ধরা কিংস লিগে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে পুলিশের বিপক্ষে।  অন্যদিকে মুন্সিগঞ্জে ঢাকা আবাহনী ৩-২ গোলে হেরেছে প্রিমিয়ার লিগে অন্যতম দুর্বল দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রামের দলটি এগিপ্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল।  ৬ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফেগো ডেভিড প্লেসিং করে দেন। ১৮ মিনিটে কলিনদ্রেসের কর্নারে দারুণ হেডে ঢাকা আবাহনীর হয়ে সমতা আনেন ইউসেফ মোহাম্মদ।  ৩৫ মিনিটে চট্টগ্রাম আবাহনী আবারও এগিয়ে যায়।  মোহাম্মদ রকির ফ্রি কিকে ইকবাল হোসেন হেডে গোল করেন।  পাঁচ মিনিট পর চট্টগ্রামের দলটি ব্যবধান আরও বাড়ায় ।  লং পাস থেকে বল পেয়ে ইফেগো ডেভিড পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে মুহূর্তে কাটিয়ে লক্ষ্যভেদ করেন।

৬৪ মিনিটে ঢাকা আবাহনী ব্যবধান কমায়।  কর্নার থেকে পাওয়া বল আবাহনীর সিরিয়ান ফুটবলার ইউসেফের জোরালো শটে লক্ষ্যভেদ করেন।  ম্যাচের বাকি সময়টুকু ঢাকার দলটি চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে।  বন্দরনগরীর দলকে প্রথম পর্বে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল আবাহনী লিমিটেড।  ১৫ ম্যাচে তৃতীয় হারে আগের ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।  চট্টগ্রামের দলটি এক ম্যাচ কম খেলে দ্বিতীয় জয়ে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে।

দিনের আরেক ম্যাচে শেখ জামাল ও শেখ রাসেল গোলশূন্য ড্র করেছে।  ১৪ ম্যাচে রাসেল ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় ও এক ম্যাচ বেশি খেলে জামাল এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে।