অগ্নি-সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শেখ হাসিনার আহ্বান

দুর্বৃত্ত, খুনি, অগ্নি-সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানালেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন, অগ্নিসন্ত্রাসীদের মানুষ ভোট দেবে না জেনেই বিএনপি নির্বাচনে আসেনি। আগামী নির্বাচনে জিতে কারা ক্ষমতায় আসবে, সেটি এদেশের জনগণই ঠিক করবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

জাতীয় দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে বরাবরই নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই আলোচনা সভার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই একাত্তরের বন্দি জীবন থেকে মুক্তির সময়ের স্মৃতিচারণ করেন।

৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের পাল্টে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বঙ্গবন্ধু কন্যা জানান, সেসময় পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। হত্যা, খুন, ষড়যন্ত্রের সেই রাজনীতি বিএনপি এখনো ধরে রেখেছে বলে দাবি করেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, এদেশের মানুষ কখনো অগ্নি সন্ত্রাসী খুনিদের ক্ষমা করবে না। একথা জেনেই বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন তিনি।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আর, তাই আওয়ামী লীগের বিজয় দিবসের র‍্যালী একদিন পিছিয়ে ১৯ ডিসেম্বর, মঙ্গলবার বের হবে। সেদিন নিজ দলের বড় শো-ডাউনের ইঙ্গিত দিলেন শেখ হাসিনা।