দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে দলটি। ৭১ দিন পর এই কার্যালয়ে কোন সংবাদ সম্মেলন আয়োজিত হল। সোমবার বেলা ১১টায় শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান। মঈন খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগের একচেটিয়া ভোট বর্জন করেছে। তিনি বলেন, ডামি পর্যবেক্ষকেরা নির্বাচনের সাফাই গাইলেও জনগণ একচেটিয়াভাবে এই নির্বাচনকে বর্জন করেছে। সাত জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।