আবওহাওয়া অনুকূলে আসায় ২১ ঘণ্টা পর দেশের অভ্যন্তরীণ তিন বিমানবন্দর- চট্টগ্রামের হযরত শাহ আমানত বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম চালু করা হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ঝুঁকি এড়াতে এই তিন বিমানবন্দরে সোমবার (২৪ অক্টোবর) বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় বেবিচক।
আবহাওয়াজনিত কারণে অভ্যন্তরীণ রুটের ৩ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল করা হয়। এরমধ্যে ইউএস বাংলার ২৮টি, নভো এয়ারের ২২টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট বাতিল ও ৪টি ফ্লাইট পুনঃবিন্যাস করা হয়।