নতুন সরকারের মন্ত্রিসভার আকার হতে পারে ৩৬ জন। বুধবার মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদায়ী সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দিপু মনি, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন বলে একাত্তরকে নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন। সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন। মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে দেখা যাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, শপথের পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।