২৮ জন রাজস্ব সার্ভেয়ার নেবে পানি উন্নয়ন বোর্ড, এসএসসি পাশে

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  প্রতিষ্ঠানটিতে ‘রাজস্ব সার্ভেয়ার’ পদে ১৬তম গ্রেডে ২৮ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।  আগ্রহী প্রার্থীরা আগামী ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
পদসংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ২৮ জন
পদের নাম: রাজস্ব সার্ভেয়ার
আবেদনের সময়: ০৮ জানুয়ারি ২০২৪ – ৭ ফেব্রুয়ারি ২০২৪

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন সার্ভে ফাইনাল পাস।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরিশাল। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪