দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিপুল ভোটে জয়ী হয়ে মাইলফলক তৈরি করলেন আওয়ামী লীগসহ অন্য দলের হেভিওয়েট প্রার্থীরা।
১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা: গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে প্রায় আড়াই লাখ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনের মোট ভোটকেন্দ্র ১০৮টি। সব কেন্দ্রের ঘোষিত ফলাফলে শেখ হাসিনা (নৌকা) ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপ্রিম পার্টির নিজামউদ্দিন লস্কর (একতারা) পেয়েছেন ৪৬৯ ভোট। তাছাড়া এনপিপির শেখ আবুল কালাম (আম) ৪৬০ ও জাকের পার্টির মাহাবুর মোল্যা (গোলাপ ফুল) পেয়েছেন ৪২৫ ভোট।
২. ওবায়দুল কাদের: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের নৌকা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ২৭৯ ভোট পেয়ে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ কবিরহাট) থেকে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার খাজা তানভির আহমেদ লাঙল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।
৩. তোফায়েল আহমেদ: ভোলা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৫২ ভোট। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. শাহজাহান মিয়া লাঙল প্রতীকে পেয়েছেন মাত্র ৫ হাজার ৫১৯ ভোট।
৪. ড. এ কে আবদুল মোমেন: বিপুল ভোটে সিলেট-১ আসনে টানা ২য়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। লাখের অধিক ভোটের ব্যবধানে এবার নির্বাচিত হয়েছেন তিনি। আওয়ামী লীগের নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন পান ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা ফয়জুল হক মিনার প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৯৩ ভোট।
৫. সালমান এফ রহমান: ঢাকা-১ আসনে নৌকা প্রতীকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) ১ লাখ ৪৯ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীক নিয়ে সালমা ইসলাম ৩৪ হাজার ৭৪৬ ভোট পেয়েছেন।
৬. এমএ মান্নান: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী পেয়েছেন মাত্র ৪ হাজার ভোট।
৭. জাহিদ মালেক: মানিকগঞ্জ ৩ আসনে জয়লাভ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মফিজুল ইসলাম খান কামাল উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৯৩ ভোট।
৮. টিপু মুনশি: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজর ১২৫ ভোট।
৯. ডা. দীপু মনি: চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বড় জয় পেয়েছেন ডা. দীপু মনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে তিনি স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে হারিয়েছেন ৮৪ হাজার ৮৬৩ ভোটে। দীপু মনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১৮৩ ভোট।
১০. ড. হাছান মাহমুদ: চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নৌকা প্রতীক নিয়ে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ ইকবাল হাছান মোমবাতি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।
১১. সাধন চন্দ্র মজুমদার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড ব্যবধানে বিজয়ী হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনের ১৬৫টি কেন্দ্র থেকে সাধন চন্দ্র মজুমদার পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬৪৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।
১২. জুনায়েদ আহমেদ পলক: নাটোর-৩(সিংড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ১১৮ টি কেন্দ্রের ফলে জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮০২ ভোট। তার সবচেয়ে কাছের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক ঈগল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৫৯ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৪৩০ জন, নারী ১ লাখ ৫৩ হাজার ৩৬২ ও তৃতীয় লিঙ্গের ১ জন।
১৩. জি এম কাদের: রংপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ( জি এম কাদের)। তিনি পেয়েছেন ৮১ হাজার ৮৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৫ ভোট।
১৪. নাজমুল হাসান পাপন: কিশোরগঞ্জ-৬ (কুলিয়াচর এবং ভৈরব) আসনে বিপুল ভোটে জিতলেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীক মো. রুবেল হোসেন পেয়েছেন মাত্র ৩ হাজার ২০৬ ভোট পেয়েছে। অর্থাৎ, প্রায় ১ লাখ ৯৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন পাপন।
১৫. রাশেদ খান মেনন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ১৪-দলীয় জোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।
১৬. আসাদুজ্জামান নূর: নীলফামারী-২ (সদর) আসনে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী শাহজাহান আলী চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৩ ভোট।১৭. নুরুল ইসলাম নাহিদ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-৬ (বিয়ানী বাজার ও গোলাপগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট। এ ছাড়া তৃণমূল বিএনপির প্রার্থী শমসের মুবিন চৌধুরী (সোনালি আঁশ) পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট।
১৮. মাশরাফী বিন মর্তুজা: নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে আবারও বাজিমাত করেছেন সাবেক ক্রিকেট অধিনায়ক মাশরাফী বিন মর্তুজা। তিনি এই আসনে নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকের শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট। অর্থাৎ, প্রায় ১ লাখ ৮৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
১৯. সাকিব আল হাসান: রাজনীতির জগতে প্রথম পা রেখে জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানও বড় ব্যবধানে জয় পেয়েছেন। মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট রেজাউল হাসান পেয়েছেন ৪৫ হাজার ৯৩৩ ভোট। অর্থাৎ, প্রায় ১ লাখ ৪০ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন সাকিব।
২০. ব্যারিস্টার সুমন: চমক দেখিয়ে লাখো ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ব্যারিস্টার সুমন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রায় ১ লাখ ভোটে পরাজিত করলেন আলোচিত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। টানা দশ বছর সংসদ সদস্য ও পাঁচ বছর মেয়াদে মন্ত্রী পরিষদে থাকা এই নেতাকে পরাজিত করে সুমন আরও আলোচিত হলেন। হবিগঞ্জ-৪ আসনে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটারের মধ্যে ১৭৭টি কেন্দ্রে ভোট দেন ২ লাখ ৪৩ হাজার ৪৩৭ জন। এর মধ্যে ব্যারিস্টার সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে প্রতিমন্ত্রী মাহবুব আলী পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৫৪৩ ভোট।
২১. নিক্সন চৌধুরী: ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন ও কৃষ্ণপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন তিনি। ঈগল প্রতীক নিয়ে নিক্সন চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলটির দ্বাদশ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৬ ভোট। ২৩ হাজার ৯৬৯ ভোটে বিজয়ী হয়েছেন নিক্সন চৌধুরী।
২২. ফেরদৌস আহমেদ: প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জিতেছেন তিনি। পেয়েছেন ৬৫ হাজার ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।