স্বতন্ত্রদের নিয়ে বিরোধী দল হতে পারে, ইঙ্গিত এ কে আজাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সংসদে বিরোধী দল গঠন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ (এ কে আজাদ)। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে নিজের বাস ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ইঙ্গিত দেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত সংসদ সদস্য এ কে আজাদ বলেন, ‘নেত্রী আহ্বান করেছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য। এই আহ্বানেই কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আওয়ামী লীগের বাইরের লোক কিন্তু আমরা না।’ তিনি বলেন, ‘যেহেতু জাতীয় পার্টি মাত্র ১১টি সিট পেয়েছে, আর স্বতন্ত্র পেয়েছে ৬২টি। এ ক্ষেত্রে যদি নেত্রী মনে করেন, আমাদের বিরোধী দল গঠন করা উচিত তাহলে করবো। এ কে আজাদ বলেন, ‘ইতোমধ্যেই বিদেশ থেকে ফোন এসেছে যে আপনাকে নিয়ে চিন্তা করা হচ্ছে, আপনি কি বিরোধী দলের নেতা হতে রাজি আছেন? আমি বলেছি সবকিছু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না। এসময় নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানিয়ে সমৃদ্ধ ফরিদপুর গঠনের অঙ্গীকার করেন এই সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সাংবাদিক প্রবীর শিকদার।