সুবিধাবঞ্চিতদের কম্বল দিল চবির হিস্ট্রি ক্লাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিস্ট্রি ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকাল চারটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন, জিরোপয়েন্ট, ষোলশহর স্টেশন ও একলা চলো রে নামক স্কুলের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, ‘স্বপ্ন ও আগামী স্কুল’ এর সদস্য ইরফান আব্দুল্লাহ। তিনি এ ব্যাপারে বলেন, সামনেই পৌষ-মাঘের হাঁড়কাঁপানো শীত পড়বে, এই সময় এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এমন আয়োজনে অন্যান্য সংগঠনের এগিয়ে আসা প্রয়োজন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চবি হিস্ট্রি ক্লাবের সভাপতি আবু সাঈদ মামুন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ উক্ত ক্লাবের এক্সিকিউটিভ ও এসোসিয়েট মেম্বারগণ।

উল্লেখ্য, ২০১৭ সালে চবি হিস্ট্রি ক্লাব জন্মলগ্ন থেকে চবি শিক্ষার্থীদের কর্পোরেট চ্যানেল মোকাবেলায় প্রশিক্ষণমূলক কার্যক্রমের পাশাপাশি এমন সামাজিক কার্যক্রমের ও আয়োজন করে আসছে।