সামজিক উন্নয়নে অর্থনৈতিক সক্ষমতা অপরিহার্য

চিটাগং ক্লাবে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভা

রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত অক্টোবর ইকোনমিক ও কমিউনিটি ডেভেলপমেন্ট মাস উপলক্ষে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর এক সভা আজ শনিবার (৫ অক্টোবর) ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিন এর সভাপতিত্বে নগরীর চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান,পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, আইপিপি জামাল উদ্দিন শিকদার, ভাইস প্রেসিডেন্ট মো. বেলাল, সেক্রেটারী ড. আয়েশা আফরিন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর মো. মনসুর মিয়া,সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসাইন ,জয়েন্ট সার্জেন্ট এট আর্মস এম এ মতিন,রোটারিয়ান এম এ হান্নান, রোটারেক্টর মো. আশরাফ ইফতি ,রোটারেক্টর কাওসার আহমেদ, মো. নিজাম উদ্দিন, মো. সাইফুদ্দীন শাহীন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সামজিক উন্নয়নে অর্থনৈতিক সক্ষমতা অপরিহার্য। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। সুন্দর সমাজ বিনির্মাণে অর্থনৈতিক সমৃদ্ধিও বিকল্প নেই।