একজন ভোটারের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাগরে এতো লম্বা সেতু সম্ভব নয়। তবে, আরও সহজে যাতায়াতের জন্য আমরা একটি আধুনিক সী-ট্রাক ও ল্যান্ডিং স্টেশন স্থাপন করব।
এ সময় তিনি বলেন, এর আগে আমরা সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ সংযোগ দিয়েছি।
বুধবার (৩ জানুয়ারি) বিকাল ৫ টা ২০ মিনিটে উপজেলার পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়াল জনসভায় তিনি এসব প্রশ্নের উত্তর দেন।
এর আগে টাঙ্গাইল, গাইবান্ধা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়ায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি সমবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী অন্যান্য সভার মত সন্দ্বীপ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য নৌকায় ভোট চান।
শুরুতে সন্দ্বীপ সংসদীয় আসনের দলের মনোনীত নৌকা প্রার্থী মাহফুজুর রহমান মিতা প্রধানমন্ত্রীর সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন। সভায় উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদন, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।