দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের হয়েছে বলে জানিয়েছেন ১১ দেশের ২১ পর্যবেক্ষক। তারা জানান, ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে পেরেছেন। সোমবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। আর দ্বাদশ নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ১১ দেশের ১২৭ জন বিদেশিকে অনুমতি দেয় নির্বাচন কমিশন। ৭ জানুয়ারি দিনভর তারা ঘুরেছেন বিভিন্ন ভোটকেন্দ্রে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়ও জানিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। সোমবার দুভাগে বিভক্ত হয়ে জাতীয় প্রেসক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বলে জানান তারা। তারা জানান, ৪১টি কেন্দ্র পরিদর্শনে কোথাও ভোটারদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি। সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তারা উৎসাহিত এবং অভিভূত বলেও মন্তব্য করেন।
সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা বলেন, ‘নির্বাচনের দিন আমরা সকাল ৮টা থেকে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। আমরা ঢাকা সিটির ৩০টির বেশি ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষজনক ভোটার উপস্থিতি লক্ষ করেছি। অনেক নারীকে দেখেছি তারা স্বাধীনভাবে তাদের ভোট দিয়ে গেছেন।’ পাওলো কাসাকা বলেন, ‘অন্তত ২৫টি ভোট কেন্দ্রে আমি নিজে উপস্থিত ছিলাম। এসব কেন্দ্রে বিকাল ৩টা পর্যন্ত ১১ থেকে ৬৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের দিন আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলে জেনেছি, ভোটাররা ভোটকেন্দ্রে কোনো ধরনের বাধার মুখে পড়েননি। এছাড়া কোনো ভোটারকে বা ভোট কেন্দ্রে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, জার্মানি, জাপান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ইরাক, থাইল্যান্ড, আয়ারল্যান্ডের ২১ জন পর্যবেক্ষক অংশ নেন সংবাদ সম্মেলনে।