গাজীপুরের শ্রীপুরের উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নালিয়াটেকি এলাকার ফোমেক্স ইন্ড্রাঃ (বিডি) লিঃ কারখানায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটছে।
এই ঘটনায় কারখানায় দায়িত্বরত কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ ভিতরের প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন কারখানা কর্তৃপক্ষ। সোমবার (১৩ মে) এই ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আলী আহম্মেদ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় মামলা (২১/১৯৭) দায়ের করেন।
এজাহার সূত্রে জানাযায়, ১৩ মে সোমবার সিকিউরিটি গার্ড নুরুল ইসলাম, মো.কবির সরকার, মোতাহার হোসেন ও কারখানার অপারেটর মো. জুয়েল কোম্পানীতে কর্মরত ছিলেন। আনুমানিক রাত আড়াইটার দিকে কারখানার পূর্ব পার্শ্বের বাউন্ডারি ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার সুযোগে ১৪/১৫ জনের অজ্ঞাতনামা ডাকাত দল সুকৌশলে কারখানায় ভেতরে প্রবেশ করে নিরাপত্তার দায়িত্বে থাকা নুরুল ইসলাম ও কবির সরকারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং অপারেটর মো. জুয়েল এর রুমে নিয়ে আটকে রাখে। এছাড়াও ডাকাত দলের কয়েক জন সদস্য বাহিরে পাহাড়ায় ব্যস্ত থাকেন। ভিতরে থাকা অন্য সদস্যরা মোতাহারের কাছ থেকে ১৫ হাজার,জুয়েল এর কাছ থেকে ১৬ হাজার, সাদিক আল সামির কাছ থেকে ২১০০, কবির সরকারের কাছ থেকে ৯০০ মোট ৩৪,৭৫০ টাকা ও মোতাহারের বাটন ফোন জোর পূর্বক ছিনিয়ে নেয়। ডাকাতরা গার্ড নূরুল ইসলামের কাছ থেকে কারখানার মূল গেইটের ও গোডাউনের চাবি ছিনিয়ে নিয়ে মূল গেইট দিয়ে একটি পিকআপভ্যান কারখানায় প্রবেশ করান। এসময় ডাকাতরা কারখানায় থাকা ব্রা কাপ মেশিনের ডাইস-৩৭ জোড়া, ব্রা কাপ মেশিনের মূন্ড-৪৮ পিস, ব্রা কাপ মেশিনের ডাইস প্লেট-১৮ পিস, স্ট্যান্ড ফ্যান সিএফসি ১ পিস, ভিআইপি চেয়ার ২টি, সাব স্টেশন এর এসটি ক্যাবল (তামার তার) ২০ মিটার, সাব স্টেশন এর একটি ক্যাবল ৮০ মিটার, গ্যাসের চুলা ২টি, চায়ের কাপ পিরিচ ১ ডজন,পানির জগ একটি, ওয়্যার ডেকোরেটর সুপিচ ১টি পিকআপভ্যানে করে নিয়ে যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে তদন্ত (ওসি) সাখাওয়াত হোসেনকে পাঠানো হয়েছে। কারখানা কর্মকর্তার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, ডাকাতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা যাবে।