শ্রীপুরের রাজাবাড়ীতে জমি দখলের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি:

শ্রীপুরে রাজাবাড়ীতে একটি নির্মাণাধীন কারখানার পক্ষে পার্শ্ববর্তী নার্সারির কয়েক হাজার চারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে নষ্ট করে অবৈধভাবে জমি দখলে করার অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতা ও কারখানার ব্যবস্থাপকের বিরুদ্ধে। বৃহস্পতিবার, ২৮ মার্চ দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগকারী ভুক্তভোগী আব্দুল মোতালেব জানান, রাফিদা সু কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে আমার নার্সারির জমি ক্রয় করতে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুরে যুবলীগ নেতা কমর উদ্দিন এবং নির্মাণাধীন রাফিদা সু কারখানার ব্যবস্থাপক নাজমুল হোসেন পরস্পর যোগসাজশে সঙ্গীয় ২৫-৩০ জন লোকবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পার্শ্ববর্তী জান্নাতুল ফেরদৌস নার্সারি চারাগাছ ট্রাক ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। নার্সারির জমি জোরপূর্ব দখলে নেওয়ার চেষ্টা করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা পালিয়ে যায়। এদিকে যুবলীগ নেতা কমর উদ্দিন জানান, আমার জানামতে কারখানাটির বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কাজ করা হয়েছে। বৈদ্যুতিক খুঁটি হয়তো অভিযোগকারীদের জমির ওপর দিয়ে যেতে পারে। তবে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। কারখানার ব্যবস্থাপক, নাজমুল হোসেন জানান, কোনো রকম দখলের জন্য নয়, বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য কাজ করা হয়েছে, অভিযোগকারীদের জমি হাত বায়না দেওয়া হয়েছে। দখলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।