শুক্রবার মুক্তি পাচ্ছে না ‘বীরকন্যা প্রীতিলতা’

ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’ ছবিটি ২৫ নভেম্বর শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল।  কিন্তু শেষ সময়ে এসে ছবিটির মুক্তি পেছানো হয়েছে।

ছবির পরিচালক প্রদীপ ঘোষ বললেন, ‘আসছে শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার সিদ্ধান্ত ছিল।  সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। প্রচার-প্রচারণাও ঠিকঠাক চলছিল।  কিন্তু শেষ সময়ে এসে কারিগরি ত্রুটির কারণে ছবিটির মুক্তি পেছাতে বাধ্য হলাম।’

নির্মাতা বলেন, চলচ্চিত্র শিল্প একটি প্রযুক্তিনির্ভর কাজ।  আমরা শেষ সময়ে এসে যান্ত্রিক সমস্যায় পড়েছি।  ছবিটির হার্ডড্রাইভে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।  এটা সারতে কিছুটা সময় লাগবে।  এ সমস্যা কাটিয়ে উঠতে প্রায় সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে।  এজন্য আমরা দুঃখিত।

পরিচালক আরও বললেন, ছবিটি মুক্তি দিতে মুখিয়ে আছি আমরা।  সমস্যার সমাধান হলেই মুক্তির তারিখ জানিয়ে দেয়া হবে।

সরকারি অনুদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।  ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।  ছবির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।