শপথ নিয়েছেন ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আওলাদ হোসেন। বুধবার শেরেবাংলা নগরের সংসদ ভবনে শপথ নেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে, স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে শপথ পড়াতে নির্দেশ দেন চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন আদালত। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। সকালে ঢাকা-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া এই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আদালতে আওলাদ হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম। নৌকার প্রার্থী সানজিদা খানমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক। আর নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। ভোট কারচুপির অভিযোগে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন কোন ব্যাবস্থা না নেয়ায় এই আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ ঢাকা ৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত করর রুলসহ আদেশ দেন। আদালত তার আদেশে রিটিকারির অভিযোগ তদন্ত করে ১০ দিনের মধ্যে জানাতে বলেন। সেই সাথে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। তবে গতকালই আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণার গেজেট প্রকাশিত হয়ে যায়। কিন্তু আজ আওলাদ হোসেনকে বাদ দিয়ে অন্যদের শপথ পড়ানো হয় বলে চেম্বার আদালতকে জানান আওলাদ হোসেনের আইনজীবী। ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন ট্রাক প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী সানজিদা খানম ২২ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।