চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পান ক্ষেত থেকে এক কৃষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম সুমন দে শিশির (৫৫)।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী পাহাড় সংলগ্ন নিজ জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুমন বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে পদুয়া ইউনিয়নে বাস করতেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এক কৃষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘সুমন রাতে তার ক্ষেতে পাহারা দিতেন। তবে পাহাড়ি সন্ত্রাসীরা রাতে সেখানে তাকে না থাকার জন্য হুমকি দিয়েছিল। পাহাড়ি সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।