মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় “আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে” দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, ব্যবস্থাপত্র, আনুসঙ্গিক সেবা দেন চিকিৎসকরা।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আশা রাঙ্গুনিযয়ার রিজিওনাল ম্যানেজার শিবু দাশ সিংহ, রাজারহাটের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার রুপরঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া সদরের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বাসু চন্দ্র দাশ ও আশা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক অভিজিৎ দাশ।
রাঙ্গুনিয়াসহ সারাদেশে একযোগে ৮১ টি আশা স্বাস্থ্য কেন্দ্র ও ৭ টি সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে দিনব্যাপি বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। এছাড়াও আশা রাঙ্গুনিয়া স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন স্বল্পমূল্যে চিকিৎসা সেবা চলে।
আশা রাঙ্গুনিয়ার রিজিওনাল ম্যানেজার শিবু দাশ সিংহ বলেন, “ আশা সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারাদেশে কাজ করছে। দরিদ্র ও বৈষম্যের শিকার মানুষের বিশেষত নারীদের আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য দেশে ৩ হাজার ৭৪ টি শাখায় ৩৬ হাজার দক্ষ কর্মীর মাধ্যমে ৭০ লাখ সেবা গ্রহনকারী মানুষদের পাশে আছে।
ক্ষুদ্র ঋণ, প্রাথমিক শিক্ষা সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি পেতে সহায়তা, কৃষি উন্নয়নে সহায়তা করে যাচ্ছে। এই কাজে জাতীয় ও আন্তর্জাতিক পযার্য়ে বহু স্বীকৃতি ও সম্মান বয়ে এনেছে আশা।