বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীনকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের পর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মাহফুজুল হক জুনু চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
শুক্রবার (১৭ মে) ঢাকা মেট্রোপলিটন জজ আদালতে তাকে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর সেখান থেকে তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হয়।
এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মিরসরাই বড়তাকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের বনানী থানা পুলিশ। যুবলীগ নেতা আছিফুর রহামানকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।