যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভা

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, জাতীয়তাবাদী আদর্শের ভ্যানগার্ড জাতীয়তাবাদী যুবদল। শহীদ জিয়ার হাতেগড়া যুবদল আজ বাংলাদেশের যুব সমাজের প্রাণের সংগঠন। আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই।

বুধবার (২৬ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নাছিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দীপ্তি বলেন, দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়। নিয়ন্ত্রিত গণতন্ত্রে স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকীর সম্মুখীন।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড নেতৃবৃন্দকে স্ব স্ব অবস্থান থেকে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার আহবান জানান। তিনি বলেন, বিনা আন্দোলনে দেশ হায়েনার কবল থেকে মুক্ত হবে না। আগামীর যে কোন আন্দোলন সংগ্রামের জন্য যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি আজমল হুদা রিংকু, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, মুজিবুর রহমান, জাহেদুল হাসান বাবু, মো. আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক মো. হুমায়ন কবীর, এরশাদ হোসেন, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, হেলাল হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, শাহজালাল পলাশ প্রমুখ।

এছাড়া সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক আতিকুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, সাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গির আলম মানিক, হাফেজ মো. কামাল উদ্দিন, আশরাফ উদ্দিন, গুলজার হোসেন মিন্টু, সালাহ উদ্দিন, মো. জসিম উদ্দিন, নুরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।