মালদ্বীপে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১০, উদ্ধার ২৮

মালদ্বীপের রাজধানী মালের একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশিসহ কমপক্ষে ১০ জন প্রবাসী নিহত হয়েছেন। বাকিরা ভারত ও শ্রীলংকার অধিবাসী। বুধবার (৯ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মালদ্বীপের সংবাদমাধ্যম সান জানায়, মাওয়েও মসজিদের কাছে অবস্থিত এম নিরুফেহির গ্যারেজে রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যারেজটি নিচতলায় অবস্থিত। গ্যারেজের ওপর তলায় অভিবাসী শ্রমিকের কোয়ার্টার। সেখানে একটি মাত্র জানালা ছিল।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সানের প্রতিবেদনে জানানো হয়েছে, কোয়ার্টারটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার কর্মীরা থাকতেন। মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৯ জন।