সরকার নির্ধারিত বেতন কাঠামো বাস্তবায়ন না করায় মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা। আন্দোলনের কারণে প্রায় ঘণ্টা খানেক ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা দাবি আদায়ে ঢাকা-আরিচা মহাসড়কে এসে অবস্থান নেন। কারখানা কর্তৃপক্ষ স্থানীয় চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দিয়ে শ্রমিকদের দাবির কথা শোনার প্রতিশ্রুতি দিলে শ্র্রমিকরা মহাসড়ক থেকে সরে যান।
আন্দোলনরত একাধিক শ্রমিক বলেন, সরকার নির্ধারিত বেতন কাঠামো বাস্তবায়ন না করায় দাবি আদায়ে আমরা ঢাকা-আরিচা মহাসড়কে নেমেছি। কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার বলেছি, কিন্তু তাতে কাজ না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।