ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত হওয়া ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। নৌকা প্রতীকে ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট। শনিবার (১৩ জানুয়ারি) গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এরপর বিকেল ৫টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ময়মনসিংহ-৩ আসনে মোট ভোট পড়েছে ৫৫ দশমিক ২৮ শতাংশ। স্থগিত কেন্দ্রে মোট ৩০৩২ ভোটের মধ্যে কাস্টিং হয় ১৬৭৭ মোট। এরমধ্যে নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি ভোট পান ১২৯৫টি এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট। বাকি ভোট অন্য প্রার্থীরা পান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিন (৭ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশন ১৩ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে। নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং সাবেক ছাত্রলীগ নেতা প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। তিনি ২০২২ সালের শেষ দিকে আওয়ামী লীগের গৌরীপুর উপজেলার সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার শ্বশুর অ্যাডভোকেট জহিরুল হক ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।