বোয়ালখালীতে গীতা বৃত্তি ও নৈতিক পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) স্বর্ণপদক গীতা বৃত্তি ও নৈতিক পরীক্ষা উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় (বাগীশিক) সারোয়াতলী ও শাকপুরা ইউনিয়ন সংসদের যৌথ উদ্যেগে আয়োজিত এই পরীক্ষার উপজেলার ১২০০ শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে অংশ নেয়।

এসময় কেন্দ্র পরিদর্শন করেন বাগীশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এড. তপন কান্তি দাশ, সম্ভু দাশ, সভাপতি ঝুন্টু চৌধুরী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃষ্টি বৈদ্য, অজিত বিশ্বাস, জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল বৈদ্য সুমন, তথ্য-প্রযুক্তি সম্পাদক বাবলু ঘোষ, ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, উপজেলা সভাপতি সত্যপ্রিয় শীল ও সাধারণ সম্পাদক রুনু দে, আহবায়ক বিপুল কান্তি বৈদ্য ও সদস্য সচিব রিমন দে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সুমন কুমার দাশ। সহকারী হিসেবে ছিলেন নন্দ দুলাল চৌধুরী ও বাবলা দত্ত।