বেনাপোলে সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজা সহ মাদক এক পাচারকারী আটক

যশোরের বেনাপোল পোর্টথানাধীন সীমান্ত থেকে ৯৬ কেজি গাঁজা সহ সবুজ হোসেন মুন্না(২৯) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬যশোর। বুধবার(২৬ মার্চ) ভোরের দিকে শার্শা উপজেলার সীমান্তবর্তী মানকিয়া গ্রাম থেকে আটক করা হয়।সবুজ হোসেন মুন্না,পিতার নাম মিনাজুল,তিনি বর্তমানে মালয়েশীয়া প্রবাসী বলে জানায়। যশোর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাসেল প্রেস রিলিজ এ জানিয়েছেন
যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক বিক্রেতা অত্র জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জনৈক মিনাজুল এর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে। এমন সংবাদ পেয়ে আভিযানিক দলটি সকাল ০৬.৫০ মিনিটের দিকে বেনাপোলের উল্লিখিত গ্রামে পৌছে। তথ্য মোতাবেক মিনাজুলের বাড়ী অভিযান চালালে এক ব্যাক্তি পালাবার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলে।পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো উক্ত বাড়ির পেছনের উত্তর পূর্ব পাশের পাঁকা রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো মোট ৯৬ (ছিয়ানব্বই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। আসামি সবুজ হোসেন মুন্না যশোর জেলা সহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছে। সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ/বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা সহ আসামিকে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।