বঙ্গবাজারের আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি

এখনো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে

বঙ্গবাজারে লাগা আগুন তিন দিনেও পুরোপুরি নির্বাপণ করতে পারেনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।  আগুন নেভাতে  এখনো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।  বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন এখনো সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি।  আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। মূলত এখন ডাম্পিংয়ের কাজ করছি।  আগুনের ধ্বংসস্তুপ সরানোর সময় নিচ থেকে আবারও কিছু কিছু জায়গায় আগুন জ্বলে উঠছে। পরে সেসব ছোট আগুন (অল্প জায়গায় জ্বলছে এমন) ফায়ার সার্ভিসের কর্মীরা নির্বাপণ করছেন।  ছোট ছোট আগুন নির্বাপণ করা হলে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ড পুরোপুরি নির্বাপণের ঘোষণা দেবে।

এ বিষয়ে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনাস্থলে সর্বসাধারণের যাতায়াত সীমিত করার জন্য এই ব্যারিকেড দেওয়া হয়েছে। সবার নিরাপত্তার বিষয় বিবেচনা করে এই কাজ করেছি।