ফটিকছড়িতে বন্যার্তদের মাঝে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর ত্রাণ বিতরণ
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর উদ্যোগে শুক্রবার (৩০ আগষ্ট) চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকার ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের রোটারিয়ান জামাল উদ্দিন সিকদার অডিটোরিয়ামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন ধরনের শুকনো খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিন, সাবেক রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, আইপিপি মোহাম্মদ জামাল উদ্দিন সিকদার, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস এম এ মতিন, রোটারি লেটস্ সৈয়দ মোহাম্মদ জুলহাসনাইন নাহিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ সামগ্রী বিতরণকালে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম জমির উদ্দিন বন্যা দুর্গতদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।