চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান সিআইপি।
তিনি এই আসনে ৫৭ হাজার ৪৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) ৩২ হাজার ২২০ ভোট।
এছাড়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ মহিউল আলম চৌধুরী ১ হাজার ১২৫, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মালেক ৫০৩, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আশীস কুমার শীল ৩১১, স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জ্মান ২৯৩, ইসলামী ঐক্যজোটের মো. শওকত হোসাইন চাটগামী ১১৪, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ মামুন আবছার চৌধুরী ১০৬ এবং বাংলাদেশ কংগ্রেসের এম জিল্লুল করিম শরীফি পেয়েছেন ৮৪ ভোট।