পুলিশ হেফাজতে তরুণের আত্মহননের চেষ্টা

চট্টগ্রামের কর্ণফুলীতে ইভটিজিংয়ের অভিযোগে আটক হওয়া এক তরুণ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় টয়লেট থেকে হারপিক সংগ্রহ করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আত্মহত্যার চেষ্টা করা ওই তরুণের নাম আরমান আলী (২১)।

তিনি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের মোহসেন আলী পাড়া এলাকার মো. আলীর পুত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ মে) উপজেলার সৈন্ন্যারটেক এলাকায় এক গার্মেন্টস শ্রমিককে ইভটিজিং করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। তবে আত্মহত্যা চেষ্টা করা ওই তরুণের ফুফা নাজমা জানান, ওই গার্মেন্টস কর্মীর সাথে আগে থেকে তরুণের সম্পর্ক ছিল। মঙ্গলবার সকালে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্থানীয় লোকজন এসে ওই ছেলেকে পুলিশে তুলে দেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, মঙ্গলবার সকালে ইভটিজিং করার সময় এক তরুণকে স্থানীয়রা ধরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে বেলা বারোটার দিকে সে টয়লেট পরিষ্কারে ব্যবহৃত হারপিক পান করে। বিষয়টি বুঝতে ঠের পেলে সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে ওই তরুণ শঙ্কামুক্ত বলেও জানান ওসি।