চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ছয়টি চোরাই মোবাইল সেটসহ মো. পারভেজ (২৭) নামে চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (১২ মে) দিবাগত রাত পৌনে একটার দিকে পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীন মাঠের প্রবেশ মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. পারভেজ বোয়ালখালী থানার শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা ব্রাহ্মণপাড়া এলাকার আহমেদ নুরের ছেলে। বর্তমানে নগরীর জেল রোডস্থ আমানত শাহ মাজার এলাকায় থাকেন।
কোতোয়ালী থানার ওসি এস এম ওবায়েদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি চোরাই মোবাইল সেট উদ্ধার করে জব্ধ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।