মঙ্গলবার (৯ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জাানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তবে কত সদস্যের মন্ত্রিসভা হবে এবং কারা আসবেন মন্ত্রিসভায় সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেন, এখনো এ বিষয়ে কাজ শুরু করেনি মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে, বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় নতুন সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। এদিকে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ হতে পারে। দুপুরে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের ফলাফলের গেজেট অনুমোদন করা হয়েছে। আমরা স্বাক্ষর করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে প্রিন্ট করে সংসদ সচিবালয়ে পাঠানো হবে। এমনকি বিজি প্রেসে আজই চলে যাবে। যেহেতু এখন অনলাইন যুগ। দ্রুতই কাজ হয়ে যাবে। আজ সন্ধ্যায় সেটি প্রকাশ হবে। ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশে হলে আইন অনুযায়ী, তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হয় নতুন সংসদ সদস্যদের। সংবিধানের ১৪৮-এর ২(ক) ও ১২৩ অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’ এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। তবে ভোটের কত দিনের মধ্যে গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। গত রোববার (৭ জানুয়ারি) সারা দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন, জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করেছে। পাশাপাশি নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে পরবর্তীতে ওই আসনে নির্বাচন হবে বলে জানিয়েছে ইসি।