দিনাজপুর সদর ৩ আসনে খেলোয়াড় এবং ক্রিড়ামোদি পরিবারের কাছে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানিয়েছে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সুন্দর পরিবার গড়তে নৌকায় ভোট দিতে আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ক্রীড়াঙ্গন নতুন করে সাজিয়ে দেশকে বিশ্ব দরবারের মাথা উচু করে দাড় করিয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই।
দিনাজপুরের ক্রীড়াঙ্গন আধুনিকায়ন করতে ইতিমধ্যেই স্টেডিয়াম, ক্রীড়া পল্লী ও উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের মাধ্যমে যুব সমাজকে ক্রীড়ামুখী করে সুফলতা আসছে।
গতকাল মঙ্গলবার গোর এ শহীদ বড় ময়দানে স্পোর্টস ভিলেজ চত্তরে দিনাজপুর ক্রীড়া পরিবারের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী হুইপ ইকবালুর রহিম এমপি। সভায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের নবীন উদীয়মান প্রবীন খেলোয়াড়সহ এ পরিবারের অভিভাবকেরা। সভায় পিতাকে বিজয়ী করতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন হুইপ পুত্র রাফিদুর রহিম।
এছাড়াও নৌকায় ভোট দিতে আহবান জানিয়ে বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক ছুটুরদ, ক্রীড়া সংগঠক মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, ডিএসএর সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কাবাডি খেলোয়াড় আব্দুল জলিল, নারী ক্রীড়া সংগঠক জিনাত আরা চৌধুরী মিলি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক খেলোয়াড় রওশন আরা ছবি, ক্রীড়া সংগঠক ডা: ইলিয়াস আলী খান এডিন, সাবেক জাতীয় (এ) ক্রিকেট দলের খেলোয়ার মিজানুর রহমান পাটোয়ারী বাবুসহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্টসহ অন্যান্যরা।