মেডিকেল কলেজ হাসপাতালে যুদ্ধাপরাধী শেখ মো. উকিল উদ্দিন (৭২) কারাবন্দী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে দুইটার দিকে ঢামেক হাসপাতালের ৬০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আল আমিন জানান, গত শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে উকিল উদ্দিন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। গতকাল রাত পৌনে দুইটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার কয়েদী নম্বর ৮১৯/১৯। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় এক যুদ্ধাপরাধী মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।