চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এলাকায় জুয়া খেলার সময় হাতেনাতে সাত জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় চান্দগাঁওয়ের বলিরহাট খালাসি পুকুর পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি জানান, চান্দগাঁও থানাধীন বলির হাট খালাসি পুকুর পাড় এলাকা থেকে তাস ও নগদ টাকাসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০৪টি তাস ও নগদ ৬৯০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অর্ডিন্যান্সের ৯৪ ধারায় প্রসিকিউশন দাখিল করা হচ্ছে।