চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কুমিল্লার বরুড়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতি ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১২ মে) সমিতির উপদেষ্টামন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নতুন এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত সানি, সিনিয়র সহ-সভাপতি মার্কেটিং বিভাগের একইবর্ষের শিক্ষার্থী তায়েব উল হাসিব ।
এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফায়েত আহমেদ সিয়াম। এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন একইবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী শরীফ গাজী।
উল্লেখ্য, ২০২২-২৩ কার্যকরী কমিটির সভাপতি গাজী ফখরুল আমিন প্রান্ত ও সাধারণ সম্পাদক মুশফিকা মুন্নী কমিটি হস্তান্তর করেন এবং নতুন নেতৃবৃন্দদের বরণ করে নেন।
এই সময়ে উপস্থিত ছিলেন,উপদেষ্টামন্ডলীর সম্মানিত শিক্ষকবৃন্দ। গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.আমান উল্লাহ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো:মাহবুবুল ইসলাম, ইন্সটিটিউট অব মেরিন সায়েন্স এর প্রভাষক মিঠু রঞ্জন সরকার এবং গণযোগাযোগ ও সাংবাধিকতা বিভাগের প্রভাষক আতিকুল্লাহ।