হোমিও চিকিৎসকদের ড্রাগ লাইসেন্স করার ব্যাপারে সমস্যা এবং সমাধানকল্পে চট্টগ্রাম হোমিওপ্যাথিক নেতৃবৃন্দ ঔষধ প্রশাসন পরিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ঔষধ প্রশাসন পরিদপ্তর আগ্রাবাদস্থ চট্টগ্রাম জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন পরিদপ্তরের পক্ষে অনুষ্ঠিত সভায় চিকিৎসকদের ড্রাগ লাইসেন্স করার ব্যাপারে যৌক্তিক পরামর্শ প্রদান করেন পরিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. সুলতানুল আরেফিন।
চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম জেলা প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ডা. আবদুল করিম, বি.এইচ.এম.এ চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট ডা. মো. ছমি উদ্দিন, বাহোপ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক (এনাম), বাহোপ হাটহাজারী শাখার সভাপতি অধ্যাপক ডা. ফজলুল কাদের, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ এমরান, সাংগঠনিক সম্পাদক ডা. এম.এম. ফয়েজ উল্লাহ আল ফারুক, ডা. নুরুল ইসলাম, ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মহসীন, ডা. নাজিম উদ্দিন, ডা. রনি বড়ুয়া, ডা. মোহাম্মদ এরশাদুল আলম, ডা. বঙ্কিম চন্দ্র নাথ, ডা. মোহাম্মদ আলী, ডা. জীবন বিজয় বড়ুয়া, ডা. ওমর ফারুক, ডা. শফিউল আলম, ডা. নারায়ণ চন্দ্র শীল, ডা. রক্তিম চক্রবর্তী, ডা. মুহাম্মদ আনওয়ারুল ইসলাম।
নেতৃবৃন্দ ড্রাগ লাইসেন্স সম্পাদনের জন্য সতের জন চিকিৎসকের আবেদনপত্র, যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রসহ সহকারী পরিচালকের নিকট হস্তান্তর করেন। ওষুধ প্রশাসন পরিদপ্তরের পক্ষে সহকারী পরিচালক সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে নিয়মানুসারে দাখিলকৃত আবেদনপত্রসমূহ অফিসিয়ালি গ্রহণ করেন এবং সন্তোষ প্রকাশ করেন।