চট্টগ্রাম নগরীর অলংকার বিটেক মোড় এলাকায় ট্রাকচাপায় এক নারী গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম মোছাম্মৎ ঝুমুর। তিনি ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। তিনি পাহাড়তলী থানাধীন ফইল্ল্যাতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টোদিক থেকে আসা চট্টমেট্রো-১১৪৬৮৬ নম্বরের একটি ট্রাক রাস্তায় ওই গার্মেন্ট কর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বলেন, অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে এক নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।