গ্র্যামিতে মনোনয়ন পেল বাংলাদেশি শিল্পীর গান

বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় আসর গ্র্যামিতে এবার স্থান পেল বাংলাদেশের নাম।  গ্র্যামির ৬৫তম আসরে অ্যাওয়ার্ডের বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম শাখায় মনোনয়ন পেয়েছে ‘শুরুওয়াত’ নামে বাংলাদেশি দুই শিল্পী নাশিদ কামাল ও আরমীন মুসার গানের অ্যালবাম।  নাশিদ কামাল ও আরমীন মুসা সম্পর্কে মা-মেয়ে।  মনোনীত হয়েছে এ জুটির ‘জাগো পিয়া’ গানটি।  এর মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনো শিল্পীর গান গ্র্যামির মতো আয়োজনে মনোনীত হলো।

‘জাগো পিয়া’ গানটি প্রথম ১৪২৩ সনে বাংলা নববর্ষ উপলক্ষে বার্কলে কলেজ অব মিউজিক থেকে প্রকাশিত হয়।  গানটি লিখেছেন এ দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী নাশিদ কামাল এবং কণ্ঠ দিয়েছেন তারই মেয়ে আরমিন মুসা।

এর আগে আরমিন ‘ভ্রমর কইও’ দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন।  বার্কলে কলেজ অব মিউজিক থেকে তিনি স্নাতক সম্পন্ন করেন।

গ্র্যামির ৬৫তম আসরে নিজেদের গানের অ্যালবাম জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত আরমীন।  তিনি বললেন, ‘এই গানে মায়ের ছোঁয়া ছিল।  আর মায়ের ছোঁয়া ছিল বলেই হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে গানটি।  আমি খুবই খুশি, আনন্দিত।’

কয়েক বছর আগে ‘ঘাসফড়িং কয়্যার’ নামে একটি গানের দল গড়ে তোলেন আরমীন।  এ ক্লাবের আট সদস্যকে নিয়ে অভিজ্ঞতা অর্জনে বার্কলে কলেজ অব মিউজিকের ‘বার্কলে ইন্ডিয়া এক্সচেঞ্জ’ শিরোনামের পাঁচদিনের এক কর্মশালায় অংশ নেন তিনি।

বার্কলে কলেজ অব মিউজিকের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলিত উদ্যোগ ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’।  এখান থেকে সারা বিশ্বের শিল্পীরা সঙ্গীত নিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ করে থাকেন।  তারই একটি প্রকল্প হচ্ছে ‘শুরুওয়াত’ অ্যালবামটি।

‘শুরুওয়াত, বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল’ অ্যালবামে শঙ্কর মহাদেবন, ওস্তাদ জাকির হুসেন, শ্রেয়া ঘোষাল প্রমুখের গানও রয়েছে।

২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি গ্র্যামির আসর বসবে।