সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর ডিবি পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন।
তবে কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।