আয়ারল্যান্ডকে হারিয়ে ওমানের চমক
ক্রিকেটে পা রাখা বেশিদিন হয়নি ওমানের। নিজেদের ক্রিকেট ইতিহাসে কখনো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জেতেনি ওমান। সেই দলটাই বিশ্বকাপ বাছাই শুরু আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দেখালো।
নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের হারিয়ে ইতিহাস গড়ল তারা। সোমবার (১৯ জুন)জিম্বাবুয়ের বুলাওয়ে স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওমান। শুরুতে ব্যাট করে ২৮১ রানে থামে আইরিশরা। জবাবে ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ওমান।
টুর্নামেন্টের আরেক ম্যাচে এদিন শ্রীলংকা পেয়েছে অনুমিত ফলাফল। ওয়ানিন্দু হাসারাঙ্গার অলরাউন্ড পারফরম্যান্সে আরব আমিরাতকে ১৭৫ রানে হারিয়েছে দাসুন শানাকার দল।
লংকানদের দেয়া ৩৫৬ রানের লক্ষ্যে ১৮০ রানে থামে আরব আমিরাত। ৮ ওভার বোলিং করে ৬ উইকেট নেন হাসারাঙ্গা।