আনোয়ারায় ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে এক কর্মচারী উধাও হয়ে গেছে। ১৫ মে (বুধবার) সকাল ১০ টায় চাতরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এজেন্ট ব্যাংকের মালিক মোহাম্মদ ওয়াশিম বাদী হয়ে আনোয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ ওয়াশিম ব্র্যাক ব্যাংকের একজন এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তা। চাতরী চৌমুহনী বাজারের হক টাওয়ারের তৃতীয় তলায় এজেন্ট ব্যাংকের অফিস। পাশ্ববর্তী পাঁচ সিকদার বাড়ীর হাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ লোকমান ক্যাশিয়ার হিসেবে গত এক বছর ধরে কর্মরত আছেন। প্রতিদিনের মত আজ বুধবার সকাল দশটায় তাকে ৮ লক্ষ টাকার একটি চেক দিয়ে স্থানীয় কৃষি ব্যাংকের শাখায় পাঠায় মালিক মোহাম্মদ ওয়াশিম। কিন্তু যথাসময়ে ফিরে না আসলে মোবাইলে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে কৃষি ব্যাংকের শাখা এবং পাশ্ববর্তী তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। এজেন্ট ব্যাংকের মালিক মোহাম্মদ ওয়াশিম বলেন, সকালে তাকে একটি আট লাখ টাকার চেক দিয়ে স্থানীয় কৃষি ব্যাংকের শাখায় পাঠাই। কিন্ত তার আসতে দেরী হওয়ায় ফোনে কল দিলে ফোন বন্ধ পেলে কৃষি ব্যাংক, তার বাড়ী, আত্মীয় স্বজনের বাড়ী সব জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সে পূর্ব পরিকল্পিতভারে টাকা নিয়ে পালিয়ে গেছে।
এজেন্ট ব্যাংকের ভল্টের চাবি পলাতক মোহাম্মদ লোকমানের কাছে থাকায় ভল্টে গচ্ছিত ৪ লক্ষ টাকাও সে নিয়ে গেছে বলে ধারণা করা করছি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি। অপরাধীকে গ্রেফতারের চেষ্টা চলছে।