আগুনে পোড়া বঙ্গবাজারে চৌকি পেতে ব্যবসা শুরু
আগুনে পুড়ে ছাই হওয়া বঙ্গবাজারে আবার শুরু হলো কাপড় কেনাবেচা। দোকান নেই, এ অবস্থায় চৈত্রের তীব্র গরমে খোলা আকাশের নিচে চৌকি পেতে শুরু হয়েছে বিকিকিনি। ভয়াবহ আগুনে ভস্মীভূত হওয়ার নয় দিনের মাথায় বুধবার (১২ এপ্রিল) দুপুরে এ বিকিকিনির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস।
এসময় তিনি বলেন, আগুন লাগার পর সারা দেশের মানুষ, প্রবাসীরাসহ সবাই যেভাবে এগিয়ে এসেছেন এটাই বাঙালির শক্তি। যে ৩ হাজার ৮৪৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মালিকরা সবাই এখানে ব্যবসার সুযোগ পাবেন জানিয়ে তিনি বলেন, এখানে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে ওপরে ছাউনিও দেয়া হবে। ঈদের আগে ব্যবসায়ীদের পুনর্বাসন করার যে লক্ষ্যের কথা বলা হয়েছিল, সবার চেষ্টায় তা পূরণ হয়েছে বলেও মনে করেন তিনি।
তাপস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য তহবিল গঠন চলছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই তহবিলে টাকা দেবেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণাও দেন মেয়র।
ক্ষতিপূরণের টাকা বণ্টন প্রসঙ্গে মেয়র তাপস বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা, ঢাকা চেম্বার, সবার সঙ্গে বসে কার কত ক্ষতি হয়েছে, সেটা ঠিক হবে। এরপর সে অনুযায়ী ক্ষতিপূরণের টাকা নির্ধারণ করা হবে।
গত ৪ এপ্রিল ভোরে দেশে কাপড়ের সবচেয়ে বড় পাইকারি মার্কেটের একটি বঙ্গবাজারে আগুন লাগে। এতে বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট ওই আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। বঙ্গবাজারের উত্তর পশ্চিম কোণে সাততলা এনেক্সকো টাওয়ার, তার পূর্ব পাশে মহানগর কমপ্লেক্স মার্কেটও পোড়ে আগুনে। ক্ষতিগ্রস্ত হয় বঙ্গবাজারের পশ্চিম পাশের সড়কের অপর প্রান্তের দুটি মার্কেটও। সব মিলিয়ে ৩৮৪৫ দোকান পুড়ে সেখানে ৩০৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাক্কলন করেছে ঢাকা দক্ষিণ সিটির তদন্ত কমিটি।