আগামীকাল চট্টগ্রামে পৌঁছাবেন এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক

সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দীর্ঘ দুই মাসের বাধা পেরিয়ে অবশেষে পৌঁছেছে বহিনোঙর কুতুবদিয়ায়।

সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। বিষয়টি নিশ্চিত করেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

তিনি বলেন, এমভি আবদুল্লাহ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে কুতুবদিয়ায় নোঙর করেছে। জাহাজে থাকা ২৩ নাবিক সুস্থ আছেন। চট্টগ্রাম থেকে এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটার জাহাজে ২৩ নাবিকের নতুন একটি টিম আবদুল্লাহর দায়িত্ব নিতে বিকেলে রওয়ানা দিয়েছেন।

তিনি দৈনিক দেশ বর্তমানকে আরও জানান, এমভি আবদুল্লাহর নাবিকরা জাহাজের দায়িত্ব নতুন টিমের কাছে হস্তান্তর করে আগামীকাল বিকেল ৪টা নাগাদ চট্টগ্রাম নগরীর সদরঘাট কেএসআরএম জেটিতে পৌঁছাবেন। সেখানে নাবিকদের বরণ করে নেয়া হবে।