ক্যাচ মিসে হারলো আফগানিস্তান
আফগান বোলাররা চরমভাবে উজ্জীবিত হয়ে ৯১ রানে নেই ৭ উইকেট। । নুর আহমদ, রশিদ খান, নাভিন-উল হকদের ঝড়ের সামনে তখন যেন খড়-কুটোর মতো উড়ে যাচ্ছিলো ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।
সেই পথেই এগোচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েলও। নুর আহমদের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন ফাইন লেগে। সরাসরি বল চলে যায় মুজিব-উর রহমানের হাতে।…