কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারির নাম সিরাজ মোস্তফা (২৮)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মৌলভীপাড়ার নুরুল ইসলামের ছেলে। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার সন্ধ্যায় র্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত নজরদারিতে অবৈধ মাদক বিক্রি চলছে বলে খবর পায়। গোপন খবরের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযান দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালানোর চেষ্টা করলে সিরাজ মোস্তফা নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক সিরাজ তার সাথে থাকা অপর দুইজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং তারা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় বলে স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সামনে আটক হওয়া ব্যক্তি দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।