চট্টগ্রামের বোয়ালখালী থানার জ্যৈষ্ঠপুরা গ্রামে চার দিনব্যাপি শত বছরের ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলা কমিটির সভাপতি ও ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকারম জানান, প্রায় দুইশত বছরের পুরোনো এই মেলা এখন শুধু মেলা নয়, এ মেলা এখন পরিণত হয় মিলন মেলায়। স্থানীয়দের পাশাপাশি মেলায় দূর-দূরান্ত থেকে মানুষ এই মেলায় আসে। তাই অন্যান্য বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, মিলন মেলায় বিভিন্ন রকমের জিনিসপত্রের পসরা ও নাগর দোলা সহ ইত্যাদি মেলায় প্রদর্শনের আয়োজন করা হয়েছে। মেলায় সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থানীয় প্রশাসনসহ আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীও নিয়োজিত থাকেবে।
মেলায় সার্বিক সহযোগিতা করার জন্য সকল সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শ্রী নির্মলেন্দু দেসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী প্রনব দত্ত ও সাধারণ সম্পাদক শ্রী নিমাই দে।